1. mdkhademulislam3@gmail.com : Md. : Md.
  2. mdkhademulislam97@gmail.com : satgara962 :
  3. roshne08@gmail.com : Md. Raihanul Ihsan : Md. Raihanul Ihsan

অধ্যক্ষের বাণী

ধাপ সাতগাড়া বায়তুল মুকাররম মডেল কামিল মাদ্রাসার ওয়েব সাইটটি বর্তমান সরকারেরডিজিটাল বাংলাদেশবাস্তবায়নের ক্ষেত্রে একটি সম্প্রীতিমূলক উদ্যোগ। আধুনিক বিজ্ঞানের তথ্য প্রযুক্তির উন্নয়নে এবং বিশ্বায়নের যুগে একটি কার্যকর সহজ যোগাযোগ তৈরির মাধ্যম হিসেবে ওয়েব সাইটটি আমাদের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠনের জন্য অত্যাবশ্যক। প্রশাসনিক দক্ষতাবৃদ্ধি এবং শিক্ষার্থীদের সঙ্গে আরো কার্যকর যোগাযোগ তৈরির একটি প্লাটফর্ম হিসেবে কাজ করছে এই ওয়েব সাইট। প্রকৃত শিক্ষা গ্রহনের মাধ্যমে সমাজে সামাজিক কর্মকান্ডে ধাপ সাতগাড়া বায়তুল মুকাররম মডেল কামিল মাদ্রাসা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আমি আশা করি, এই ওয়েব সাইটটি ধাপ সাতগাড়া বায়তুল মুকাররম মডেল কামিল মাদ্রাসার অগ্রগতি অর্জনের প্রচেষ্টার ক্ষেত্রে একটি বড় নির্ভরযোগ্য মাইলফলক হিসেবে কাজ করবে।

আগামীতেও এই মাদ্রাসার সাথে সংশ্লিষ্ট বিজ্ঞ শিক্ষকমন্ডলী শিক্ষানুরাগী ব্যাক্তিবর্গ তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করে মাদ্রাসার সুনাম অক্ষুন্ন রাখতে সচেষ্ট থাকবেন বলে আমি আশাবাদী।

বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় অগ্রগতি পৃথিবীকে ক্রমশ সংক্ষিপ্ত ও সহজলভ্য করে তুলছে। এর ইতিবাচক প্রভাব পড়ছে শিক্ষা কাঠামো ও শিক্ষাদান-গ্রহণ পদ্ধতিতেও। তথ্য প্রযুক্তির ব্যবহারে শিক্ষক শিক্ষার্থীদের সম্মুখে জ্ঞানের অসীম দুয়ার যেমন উম্মোচিত হয়েছে, তেমনি সেই জ্ঞান রাজ্যে বিচরণের চ্যালেঞ্জও সক্রিয়। এই চ্যালেঞ্জ মোকাবেলায় শিক্ষক-শিক্ষার্থীদের তথ্য প্রযুক্তির ব্যবহার জানতে হবে, প্রযুক্তির সাথে নিজেকে অভিযোজিত করতে হবে।

শিক্ষা কার্যক্রমের সাথে সম্পৃক্ত বিষয়াদি নিয়ে ধাপ সাতগাড়া বায়তুল মুকাররম মডেল কামিল মাদ্রাসা একটি ওয়েবসাইট তৈরি করেছে। ওয়েবসাইটটি প্রয়োজনীয় তথ্যের উৎস ও শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকের পারস্পরিক মিথস্ক্রিয়ার মুক্ত পরিবেশ হবে বলে আমরা আশা ও বিশ্বাস। ওয়েব সাইটে প্রবেশের জন্য ধন্যবাদ।

আমি এই মাদ্রাসার সার্বিক সাফল্য কামনা করি এবং সংশ্লিষ্ট সকলকে জানাই আন্তরিক মোবারক বাদ।

আ.ন.ম হাদীউজ্জামান
অধ্যক্ষ
ধাপ সাতগাড়া বায়তুল মুকাররম মডেল কামিল মাদ্রাসা, রংপুর।

© All rights reserved © 2022 dsmkmr.edu.bd
Design & Developed By: BD Web Link