মহান রাব্বুল আলামীনের অশেষ মেহেরবাণীতে উত্তরাঞ্চলের ব্যতিক্রম ধর্মী সম্পূর্ণ অরাজনৈতিক আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ধাপ-সাতগাড়া বায়তুল মুকাররম মডেল কামিল মাদরাসাটি ১৯৮২ইং সালে স্থাপিত হয়। শিক্ষার্থীদের অন্তর্নিহিত গুণাবলীর সুষম বিকাশ সাধন এবং আদর্শ সু-নাগরিক হিসেবে গড়ে তোলার মহতী উদ্যোগকে সামনে রেখে দ্বীন ইসলামের খিদমত করার লক্ষ্যে অত্র মাদরাসাটি প্রতিষ্ঠা করা হয়। এ মাদ্রাসাটি লেখা-পড়ার মান, বোর্ড পরীক্ষার ফলাফল ও শৃংখলার জন্য সমগ্র দেশের মধ্যে সেরা দশ (Top Ten) সহ মডেল মাদরাসার গৌরব অর্জন করতে সক্ষম হয়েছে। একারণে প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ণের লক্ষ্যে প্রতিষ্ঠানটিকে অবিলম্বে জাতীয়করণ করা বর্তমান সময়ের অন্যতম দাবী।