ছেলে শিক্ষার্থীর জন্য:
১। সাদা পাঞ্জাবী ।
২। সাদা পায়জামা ।
৩। সাদা টুপি।
৪। পায়ে কেড্স বা স্যান্ডেল।
৫। বৃষ্টির দিনে রেইনকোট গ্রহণযোগ্য।
৬। মাথার চুল ছোট ও পরিপাটি করে কাটতে হবে। চুলে কোন প্রকার রং বা নক্শা করা যাবে না।
** সতর্কতা: নির্ধারিত ইউনিফরম পরিধান করে না আসলে তাকে কোন অবস্থাতেই ক্লাসে অংশগ্রহণ করতে দেয়া হবে না এবং সে প্রতিষ্ঠানে পড়ার যোগ্যতা হারাবে।